গণমাধ্যমের স্বাধীনতা
তুরস্কে গণমাধ্যম দখলের ফল যেভাবে উল্টে দিল ছোট ছোট ডিজিটাল মিডিয়া
|
তুরস্কে কয়েক বছর ধরেই নিরপেক্ষ সাংবাদিকদের ওপর নিপীড়ন চলছে। প্রথাগত বড় বড় গণমাধ্যমগুলো পুরোপুরি চলে গেছে রাষ্ট্রের দখলে। এত কিছুর পরও সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল। আর অবাধ তথ্যের যোগান এবং বিজয়ী বিরোধী দলের পক্ষে জনমত গঠনের শক্তিশালী ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে স্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যম। প্রশ্ন হল, ছোট ছোট এসব ডিজিটাল মিডিয়া কীভাবে রাতারাতি এত শক্তিশালী হয়ে উঠেছে?