GIJC19
ঘরে বসেই অংশ নিন অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে বড় সম্মেলনে
|
১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে (#GIJC19) (২৬-২৯ সেপ্টেম্বর) অংশ নেওয়ার জন্য হামবুর্গে যেতে পারেননি? আফসোসের কিছু নেই। ঘরে বসেই নানা উপায়ে আপনি পেতে পারেন অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে বড় সম্মেলনের খবরাখবর। পুরো বিশ্ব থেকে দেড় হাজারেরও বেশি সাংবাদিক অংশ নিচ্ছেন এই সম্মেলনে। যেখানে তারা মতবিনিময় করবেন তাদের কাজ ও অভিজ্ঞতা নিয়ে।