কৌশল ও পরামর্শ
টুইটার স্ক্রিনশটের সত্যমিথ্যা যাচাইয়ের সহজ উপায়
|
টুইটারে কোনো টুইটের স্ক্রিনশট শেয়ার করা তথ্য প্রচারের একটি পরিচিত পন্থা। কিন্তু অনেক সময়ই মিথ্যা তথ্য প্রচারের লক্ষ্যে তৈরি করা নকল টুইটের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে, চট করে যেগুলোর সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই লেখায় পড়ুন: কীভাবে এসব নকল স্ক্রিনশট তৈরি হয় এবং সেগুলোর সত্যতা যাচাইয়ের কিছু সহজ উপায়।