কৌশল ও পরামর্শ
৯ ওয়াচডগ রিপোর্টার ও ভুল থেকে তাঁদের শিক্ষা
|
আপনার কী এমন কখনো হয়েছে, অনুসন্ধান করতে গিয়ে এমন কোনো ভুল করে বসেছেন যার কারণে গোটা রিপোর্টটিই ভেস্তে গেছে। যদি এমন হয়ে থাকে, তাহলে জেনে রাখুন, বড় বড় অনুসন্ধানী রিপোর্টারেরাও প্রায়ই এমন ভুল করে থাকেন। সাংবাদিক হিসেবে তখন একটাই কাজ করার থাকে, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, এবং ফের একই ভুল না করা। এই লেখায় পাবেন, ভুল থেকে ৯ জন অনুসন্ধানী সাংবাদিক যা যা শিখেছেন।