সদস্য সংগঠন
বার্তাবাহকের মৃত্যুতেই বার্তার মৃত্যু হয় না: ইনভেস্টিগেটিভ সেন্টার অব ইয়ান কুসিয়াক
|
অনুসন্ধান থামিয়ে দেওয়ার জন্য হত্যা করা হয়েছিল স্লোভাকিয়ার অনুসন্ধানী সাংবাদিক, ইয়ান কুসিয়াককে। কিন্তু তাতে স্বার্থসিদ্ধি হয়নি হত্যাকারীদের। কারণ এই হত্যাকাণ্ডের পর দমে না গিয়ে, স্লোভাকিয়ার সাংবাদিকেরা বরং আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন কুসিয়াকের অসমাপ্ত কাজ শেষ করার জন্য। পরবর্তীতে কুসিয়াকের নামে গড়ে উঠেছে একটি অনুসন্ধানী সাংবাদিকতার কেন্দ্র, যেটি এখন স্লোভাকিয়ায় এবং বিশ্বজুড়ে কাজ করছে নানা রকম সহযোগিতামূলক প্রকল্প নিয়ে। পড়ুন, এসব কর্মকাণ্ডের নেপথ্যের গল্প।