সাংবাদিকতার নৈতিকতা
স্টোরি পাওয়ার জন্য সাংবাদিক কি আদৌ মিথ্যা বলতে পারেন?
|
সংবাদমাধ্যমের প্রতি আস্থার সংকটের এই কালে সাংবাদিকদের এমন কোনো পদ্ধতিতে সংবাদ সংগ্রহ করা উচিত নয়, যা তাদের বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষতিগ্রস্ত করে। আবার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যখন তথ্য পাওয়ার অন্য কোনো উপায়ই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এমন ছলচাতুরি ন্যায়সঙ্গতও হতে পারে। ছদ্মবেশ ধারণ, ছলচাতুরি ও বিশ্বাস ভঙ্গ করা ন্যায়সঙ্গত কিনা, তা যাচাই করতে ছয় পয়েন্টের একটি চেকলিস্ট তৈরি করেছেন সাংবাদিকতার দুই অধ্যাপক।