প্রোফাইল
অনুসন্ধানী সাংবাদিকতার যে পাঠ ক্যারিয়ার গড়ে এবং পরিবর্তন আনে
|
গল্পটি একজন শিক্ষকের। তিনি অনুসন্ধানী সাংবাদিকতা পড়াতে পড়াতেই একেকজন অনুসন্ধানী সাংবাদিক গড়ে তোলেন। তাঁর শিক্ষার্থীরা মাঠে গিয়েই সব কাজ করেন, বাস্তব জগতের ক্ষমতাধরদের সামনে দাঁড়িয়ে সত্যিকারের গল্প তুলে আনেন। তাদের সেই রিপোর্ট পুরস্কারও জেতে। এবং কোর্স শেষে, শিক্ষক নিজেই তার ছাত্র-ছাত্রীদের জন্য কাজের সুযোগ তৈরি করে দেন। পরিচিত হোন, সেই শিক্ষক অ্যান্ড্রু লেহরেনের সঙ্গে।