জিআইজেএন টুলবক্স
পরিবেশগত অনুসন্ধানের জন্য রিমোট সেন্সিং ও ডেটা টুল
|
পরিবেশগত বিষয় নিয়ে অনুসন্ধানের জন্য এখন অনলাইনে পাওয়া যায় বেশ কিছু ডেটাবেস ও টুল। জিআইজেএন টুলবক্সের এই সংস্করণে এমনই কিছু বৈশ্বিক ডেটাবেস ও রিমোট সেন্সিং টুলের সন্ধান পাবেন, যেগুলো স্থানীয় অনেক পরিবেশগত ঝুঁকি অনুসন্ধানের সময়ও সাংবাদিকেরা ব্যবহার করতে পারেন।