#জিআইজেসি২১
যে ডাক ধ্বনিত হলো জিআইজেসি২১ সম্মেলনের শুরুতেই: মিত্র খুঁজুন এবং লড়াই করুন
|
১ নভেম্বর, জিআইজেসি২১-এর উদ্বোধনী অধিবেশনে পাঁচ অনুসন্ধানী সম্পাদকের তারকাখচিত প্যানেলের সদস্যরা বলেছেন, এই যুদ্ধক্ষেত্র হলো গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্ত সংবাদমাধ্যমের টিকে থাকার লড়াইয়ের। অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে বড় এই আন্তর্জাতিক সম্মেলন এবার অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে। পাঁচ দিনের এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৪৮টি দেশ থেকে ১ হাজার ৮০০ সম্পাদক, রিপোর্টার ও সিভিল সোসাইটি সদস্য।