সংঘবদ্ধ অপরাধ
রিপোর্টারের গাইড: সংঘবদ্ধ অপরাধীদের অর্থ লেনদেন অনুসন্ধান করবেন যেভাবে
|
সংঘবদ্ধ অপরাধীদের অবৈধ টাকা বিদেশে পাচার, গোপন রাখা ও বিনিয়োগের সুযোগ করে দিতে গড়ে উঠেছে এক বৈশ্বিক সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে আছে, ব্যাংক, আইনজীবী, একাউন্টেন্ট, কোম্পানি এজেন্ট, এবং আরও অনেক রকমের ব্যক্তি ও প্রতিষ্ঠান। অপরাধীদের অর্থকে অনুসরণ করতে চাইলে, আপনাকে জানতে হবে এই ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে এবং তথ্য কোথায় পাবেন। সেটাই জানা যাবে, এই রিপোর্টার্স গাইডে।