পরামর্শ ও কৌশল
অনলাইনে অনুসন্ধানের জন্য দৃশ্যের মতো করে ভাবা কেন জরুরী
|
ভিজ্যুয়াল থিংকিং হলো ছবি বা দৃশ্যের মতো করে ভাবা। মনে মনে একের পর এক দৃশ্য সাজিয়ে একেকটি শব্দ বা বিষয়কে বুঝতে চেষ্টা করা। অনলাইন রিসার্চের গুরু হেঙ্ক ফন এস মনে করেন, অনলাইন গবেষণায় ভালো ফলাফল পেতে দৃশ্যের মত করে ভাবতে হয়। আপনি যা খুঁজবেন তাকে সুনির্দষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় বাদ দেয়া, কোন শব্দের পর কোন শব্দ থাকতে পারে তা আগাম অনুমান করে সার্চ প্রশ্ন তৈরি করা – এভাবে সার্চটিকে ছোট করে এনে কাঙ্খিত বিষয়টিতে খুঁজে বের করে আনা যায়।