অনুসন্ধান পদ্ধতি
রোমানিয়ার অভিজাতদের গবেষণা-চৌর্যবৃত্তি উন্মোচন
|
পদোন্নতি বা বেতন বাড়ানোর স্বার্থে রোমানিয়ার অভিজাত শ্রেণী ও উচ্চপদস্থ কর্মকর্তারা কীভাবে চৌর্যবৃত্তি ও একাডেমিক জালিয়াতির আশ্রয় নেয়— তা নিয়ে অনুসন্ধান করেন এমিলিয়া শেরকান। সাত বছর ধরে তিনি প্রায় ৫০ জনের ডক্টরাল গবেষণায় চৌর্যবৃত্তি ও একাডেমিক জালিয়াতি নিয়ে কয়েক ডজন অনুসন্ধান প্রকাশ করেছেন। পড়ুন, এসব অনুসন্ধানের নেপথ্যের গল্প এবং এ ধরনের কাজের জন্য কিছু উপকারী পরামর্শ।