অনুসন্ধান পদ্ধতি
বৈরুত কাঁপানো বিস্ফোরণের গভীরে গিয়েছে যে তিনটি অনুসন্ধান
|
একটি অনুসন্ধান ছিল একক প্রচেষ্টার, একটিতে যুক্ত ছিল চার জনের একটি অনুসন্ধানী দল, আরেকটি অনুসন্ধানে অংশ নিয়েছিলেন তিনটি মহাদেশের ২০ জনেরও বেশি সাংবাদিক। সবাই অনুসন্ধান করেছেন গত আগস্টে বৈরুত বন্দরে ঘটে যাওয়া সেই শক্তিশালী বিস্ফোরণ নিয়ে। যেগুলো থেকে উন্মোচিত হয়েছে: কিভাবে এই বিস্ফোরণটি ঘটেছে, এবং কেন অ্যামোনিয়াম নাইট্রেটর মতো প্রাণঘাতী সামগ্রী, এতো লম্বা সময় ধরে বন্দরে আটকে ছিল। পড়ুন, এই তিনটি সাড়া জাগানো অনুসন্ধানের পেছনের গল্প।