#জিআইজেসি২১
ড্রোন ও স্যাটেলাইট ছবি ব্যবহার করে আকাশ থেকে মিথ্যা উন্মোচন
|
২০২০ সালে বাজফিড নিউজের সাংবাদিকেরা যে প্রতিবেদনটির জন্য পুলিৎজার জিতেছিলেন, তার প্রায় পুরোটাজুড়ে ছিল স্যাটেলাইট ছবির ব্যবহার। ব্রাজিলে স্যাটেলাইট ছবি দিয়ে উন্মোচন করা হয়েছে: আমাজনের আগুন ও বন ধ্বংসের পেছনে সত্যিই দায়ী কারা। নাইজেরিয়ায় একটি অদৃশ্য কমিউনিটির কথা সবার সামনে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে ড্রোন। আকাশ থেকে দেখার এই আধুনিক প্রযুক্তি ক্রমেই হয়ে উঠছে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম হাতিয়ার। জিআইজেসি২১-এর একটি সেশনে এই অভিজ্ঞ সাংবাদিকেরা জানিয়েছেন: আকাশ থেকে সত্য উন্মোচনের পরামর্শ-কৌশল।