সুরক্ষা ও নিরাপত্তা
কর্তৃপক্ষ আপনার বাড়িতে তল্লাশি চালাতে এলে কী করবেন
|
রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যম আইস্টোরিজের প্রতিষ্ঠাতা রোমান আনিনের বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছিলেন দেশটির নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী কর্তৃপক্ষের সদস্যরা। এই ঘটনার পর আইস্টোরিজের আইনজীবী, সাংবাদিকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন, যেগুলোর সারকথা হলো, আপনার বাড়িতেও যদি জোর করে কেউ তল্লাশি চালাতে আসে, আপনি তখন কী করবেন। খেয়াল রাখুন, এই পরামর্শগুলো রাশিয়ার আইনের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে। তাই এটি পড়ার সময় নিজ দেশের আইনি কাঠামোর সঙ্গে মিলিয়ে নেবেন। জিআইজেএন এটি রুশ ভাষা থেকে অনুবাদ করেছে; কারণ, আমাদের কাছে মনে হয়েছে, এটি বিশ্বের অনেক দেশের জন্যই প্রাসঙ্গিক।