সংগঠিত অপরাধ অনুসন্ধান গাইড
পুরাকীর্তি পাচার অনুসন্ধান
|
সৌন্দর্য এবং সামাজিক গুরুত্বের কারণে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বাজারে প্রাচীন ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা পুরাকীর্তির ব্যাপক চাহিদা রয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সামগ্রী সরিয়ে নিয়ে সেগুলোকে সাবেক ঔপনিবেশিক শক্তির কাছে হস্তান্তর করতে উৎসাহিত করে এই বাজার। আর এভাবে জাতীয় ঐতিহ্য রূপ নেয় ব্যক্তিগত পণ্যে। একটি মূল্যবান পুরাকীর্তি বা চিত্রকর্ম কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যায়, কারা সেটি কেনে এবং কোথায় বিক্রি হয় – এসব নিয়ে অনুসন্ধানে আপনাকে সাহায্য করবে এই গাইড।