পরামর্শ ও কৌশল
প্রশ্নোত্তর: রাশিয়া-ইউক্রেন সীমান্ত জুড়ে টিকটকের আধেয় অনুসন্ধান
|
রাশিয়া-ইউক্রেন সীমান্তে মাত্র আশি কিলোমিটার দূরত্বে, দুটি শহরের অবস্থান। রাশিয়া অংশে যে শহরটি, তার নাম বেলগোরোদ; আর ইউক্রেন অংশে পড়েছে, খারকিভ। তখন যুদ্ধ চলছে। খারকিভের ব্যবহারকারীরা প্রতিদিনই দেখছেন, যুদ্ধের ভয়াবহতার ভিডিওতে ভেসে যাচ্ছে টিকটক। কিন্তু, সেই একই টিকটকে রুশ শহরটির অধিবাসীরা যুদ্ধের ভয়াবহতার ভিডিও দেখতে পাচ্ছেন না। তাদের স্ক্রিনে ভেসে আসছে নিছক “ফানি” ভিডিওগুলো। টিকটকের অ্যালগরিদম নিয়ে এক অনুসন্ধানে এমনটাই দেখতে পেয়েছে নরওয়ের এনআরকে। তারা গল্পটিকেও তুলে ধরেছে টিকটকের ছাঁচে।