নিরাপত্তা
দুর্নীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য বাড়তি ঝুঁকির জানান দিল পেগাসাস প্রজেক্ট
|
ক্ষমতাবান মানুষদের দুর্নীতি কাভার করতে গিয়ে বিশ্বের নানা প্রান্তে হুমকি-হয়রানি, এমনকি হত্যারও শিকার হন সাংবাদিকরা। পেগাসাস প্রজেক্ট এই ঝুঁকির বিষয়টি সামনে এনেছে নতুন করে। জানা গেছে, কিভাবে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকের ওপর নজরদারি চালানো হয়েছে এবং তাদের হয়রানির মধ্যে ফেলা হয়েছে। এই লেখায় পড়ুন, বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া এমন চারজন সাংবাদিকের কেস স্টাডি।