সংবাদ ও বিশ্লেষণ
নোবেলজয়ী মুরাতভ: অনুসন্ধানী সাংবাদিক হোন, একটি উন্নততর বিশ্বের জন্য লড়ুন
|
গত ১৫ বছরে রাশিয়ার স্বাধীন গণমাধ্যম নোভায়া গেজেটার ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু তাঁরা হাল ছাড়েননি। চালিয়ে গেছেন অনুসন্ধান, চরম প্রতিকূলতার মধ্যেও ক্ষমতাকে করে গেছেন জবাবদিহি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে শান্তিতে নোবেল পদক জিতেছেন পত্রিকাটির প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ। জিআইজেএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটাই পরামর্শ জোর দিয়ে বলেছেন: যেকোনো বাধায় সবচেয়ে জরুরি হলো সাংবাদিকদের মধ্যে সংহতি। পড়ুন, তাঁর অনুপ্রেরণাদায়ী সাক্ষাৎকার।