আফ্রিকা
কঙ্গোয় ত্রাণকর্মীদের হাতে যৌন নিপীড়নের শিকার নারীদের নাম আমরা যে কারণে প্রকাশ করিনি
|
কঙ্গোয় ইবোলা সংক্রমণের সময় জাতিসংঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন ৪০ জন নারী। গত সেপ্টেম্বর থেকে নিপীড়নের এমন ঘটনাগুলো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে থাকে দ্য নিউ হিউম্যানিটারিয়ান। এতে ত্রাণ ও সাহায্য সংস্থাগুলোর ভূমিকা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় ওঠে। এতকিছুর পরও এসব ঘটনা নিয়ে তদন্ত খুব একটা এগোয়নি, কেউ বিচারের মুখোমুখিও হননি। উল্টো, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা থেকে নিউ হিউম্যানিটারিয়ানকে প্রশ্ন করা হচ্ছে, কেন তারা ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি। এই লেখায় তার ব্যাখ্যা দিয়েছে, অনুসন্ধানী সংগঠনটি।