সদস্য সংগঠন
তথ্য অধিকার আইন দিয়ে যেভাবে ২৭ বছরের পেনশন ডেটা উন্মোচন করলেন ব্রাজিলের সাংবাদিকেরা
|
ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের পেনশন ও অবসর ভাতা বাবদ কত টাকা খরচ হয়, তা অনেক দিন ধরে ছিল চোখের আড়ালে। কিন্তু তথ্য অধিকার আইন প্রয়োগ করে সেসব ডেটা সামনে এনেছে জিআইজেএন-এর সদস্য সংগঠন, ফিকে সাবেন্দো। এবং উন্মোচিত হওয়া এসব ডেটা ব্যবহার করে সাংবাদিকরা তৈরি করছেন একের পর এক প্রতিবেদন। পড়ুন, কিভাবে হলো এই পুরো কাজটি।