জিআইজেএন টুলবক্স
৮ অনুসন্ধানী সাংবাদিকের প্রিয় রিপোর্টিং টুল
|
জিআইজেএন, বিভিন্ন দেশের আট অনুসন্ধানী সাংবাদিকের কাছে জানতে চেয়েছিল: এবছর তাঁদের কাছে কোন কোন ওপেন সোর্স রিসোর্সগুলো সবচেয়ে উপকারী বলে মনে হয়েছে বা তাঁরা অনেক বেশি ব্যবহার করেছেন। পড়ুন, তাঁদের এমন কিছু প্রিয় রিপোর্টিং টুলের কথা এবং কীভাবে তাঁরা সেগুলো ব্যবহার করেছেন।