সংবাদ ও বিশ্লেষণ
ভূগোলের ডিপফেইক: যেভাবে ভুয়া স্যাটেলাইট ছবি ধরে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা
|
এত দিন যাঁরা চোখ বন্ধ করে স্যাটেলাইট ছবিকে সত্য বলে ধরে নিয়েছেন, তাঁদের জন্য খারাপ খবর। এখন স্যাটেলাইট ছবিও “ফেইক” হচ্ছে। এবং প্রায় নিখুঁতভাবে একটি জায়গায় অন্য জায়গার ছবি, এমনকি নতুন শহরও বসিয়ে নিচ্ছেন। সম্প্রতি কয়েকজন গবেষক এসব ভুয়া স্যাটেলাইট ছবি শনাক্তের কৌশল বের করেছেন। পড়ুন, কীভাবে।