আমার প্রিয় টুল
আমার প্রিয় টুল: ইলি গুকেরের সঙ্গে উগ্র ডানপন্থী গ্রুপ ট্র্যাকিং
|
ফরাসি এক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সিরিয়ার উগ্র ডানপন্থী খ্রিস্টান মিলিশিয়াদের সংশ্লিষ্টতা উন্মোচন করেছিলেন ইলি গুকের। তিনি ওপেন সোর্স অনুসন্ধানে পারদর্শী; জিওলোকেশন, অর্থাৎ কোনো কিছুর ভৌগোলিক অবস্থান খুঁজে বের করায় আগ্রহী এবং লো-টেক টুলে কাজ করে অভ্যস্ত। পড়ুন, কোন কোন টুল দিয়ে উগ্র ডানপন্থীদের ট্র্যাক করেন ইলি।