পরামর্শ ও কৌশল
করোনাভাইরাসের টিকা নিয়ে রিপোর্টিংয়ে কাজে আসবে যে ৫টি টিপস্
|
এখন চারিদিকে শুধু করেনাভাইরাসের টিকার খবর। কেউ প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ করেছে, কেউ তৃতীয় পর্যায়ে আছে। সবাই বলছে তাদের পরীক্ষা সফল। আর এমন খবরে সংবাদ মাধ্যমও সয়লাব হয়ে গেছে। আপনিও নানারকম টিকা তৈরির খবর বা গবেষণা প্রতিবেদনের ফাঁদে পা দিচ্ছেন না তো? জেনে নিন, সঠিকভাবে কোভিড টিকার খবর জানানোর ৫টি টিপস্।