জিআইজেএন
জিআইজেসি১৯: চার দিনের সম্মেলনে যত কিছু হল
|
শেষ হলো ১১তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স। গত চার দিনে ১৩০টি দেশ থেকে ১৭০০-র বেশি সাংবাদিক এসেছিলেন জার্মানির হামবুর্গে। তারা সেখানে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন, দক্ষ ও অভিজ্ঞ বক্তাদের কাছ থেকে শিখেছেন, সমমনা মানুষদের সঙ্গে পরিচিত হয়েছেন, পরবর্তী অনুসন্ধানের জন্য নতুন বন্ধুর সঙ্গে জোট বেধেছেন। ব্যস্ত এই সম্মেলনে এত ঘটনা ছিল যে এটার সারমর্ম করা খুবই কঠিন। তারপরও আমরা এখানে একটা চেষ্টা করেছি।