কেস স্টাডি
“আনফরগটেন”: শিকাগোয় খুন হওয়া ৫১ নারীর গল্প তুলে আনলেন শিক্ষার্থী-সাংবাদিকরা
|
সংবাদমাধ্যমে মোটা দাগে মাদকসেবী বা যৌনকর্মী হিসেবেই উপস্থাপন করা হয়েছিল শিকাগোতে খুন হওয়া ৫১ জন নারীকে। স্বভাবতই তারা চলে যেতে বসেছিলে বিস্মৃতির পাতায়। কিন্তু শেষপর্যন্ত তা হতে পারেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রকল্পের কারণে। যেখানে এই খুন হওয়া নারীদের কথা স্মরণ করা হয়েছে নতুন করে। দেখানো হয়েছে: কিভাবে তাদের পরিবার ও বন্ধুরা এখনো লড়াই করছে ন্যায়বিচারের জন্য।