গবেষণার টুল
অনলাইন অ্যাডভান্সড সার্চ
|
২০২১ সালের মে মাসে, জিআইজেএন অনলাইন অনুসন্ধানে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ পল মায়ার্সের সঙ্গে দুটি ওয়েবিনার আয়োজন করে। মায়ার্স, কাজ করেন বিবিসি-তে। জিআইজেএনের সম্মেলনগুলোতে তিনি সবচেয়ে জনপ্রিয় বক্তা। মানুষের সম্পর্কে তথ্য খোঁজার জন্য সেরা টুল এবং কৌশল সম্পর্কে কিছু টিপস শেয়ার করেছেন তিনি। নীচে দেখুন সেই টিপশীট। এটি এপ্রিল ২০২১ এ আপডেট করা হয়েছে।
দয়া করে মাথায় রাখুন: এখানে উল্লেখ করা পণ্য ও সেবাগুলোই শুধু ব্যবহার করতে হবে- এমন কোনো পরামর্শ আমরা দিচ্ছি না। অন্যান্য পণ্য ও সেবাও আছে ব্যবহারের জন্য।
মানুষের খোঁজ: গুগল
কার্যকরভাবে গুগলে সার্চ করবেন যেভাবে: প্রাথমিক তথ্য
আপনার সার্চের বিষয়টি উদ্ধৃতিচিহ্নের ভেতরে রেখে সার্চ করুন। অথবা অপ্রয়োজনীয় সার্চ ফলাফল এড়াতে কোনো সার্চ টার্মের আগে বিয়োগচিহ্ন বসিয়ে সার্চ করুন।
যেমন, Michael Jordan লিখে সার্চ করার বদলে “Michael Jordan” লিখে সার্চ করুন। এভাবে সার্চের ফলে আপনি এই বাস্কেটবল তারকা সম্পর্কিত পেজগুলোই পাবেন। অন্য সেসব পেজ আপনাকে দেখাবে না যেগুলোতে শুধু Jordan ও Michael শব্দগুলো আছে। সেগুলোর মধ্যে হয়তো কোনো নির্দিষ্ট ধরনও থাকবে না।
গুগল সার্চে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনতে পারেন, এবং সার্চটি পুরোপুরি নষ্ট হওয়া এড়াতে পারেন দুটি সার্চ টার্মের মাঝে “OR” অপারেটরটি যুক্ত করে। যেমন, apple OR android app।
কোনো নির্দিষ্ট সাইটের মধ্যেও আপনি সার্চ করতে পারেন “site:” প্রিফিক্স ব্যবহার করে। এটির পরে কোনো ফাঁক/স্পেস রাখবেন না।
যেমন, ভারতীয় সরকারী ওয়েবসাইটের কোথায় কোথায় কোভিড উল্লেখ করা হয়েছে, তা জানতে সার্চ করতে পারেন এভাবে: site:gov.in COVID।
সার্চের সময় ext:pdf যুক্ত করে দিলে গুগল নির্দিষ্টভাবে শুধু পিডিএফ ফাইলেরই খোঁজ করবে। কোনো ডকুমেন্ট থেকে পাওয়া কিছু শব্দ-বাক্য যদি আপনার জানা থাকে, তাহলে সেটি গুগলে উদ্ধৃতিচিহ্নের মধ্যে বসিয়ে সার্চ করুন, এবং দেখুন যে সেই একই ডকুমেন্টের অন্য কোনো সোর্স আছে কিনা।
যদি অতীতে যেতে চান
কখনো কখনো আপনার হয়তো এমন তথ্যের প্রয়োজন হবে, যেগুলো ওয়েব থেকে মুছে দেওয়া হয়েছে। যেমন কোনো মুছে দেওয়া টুইট, ওয়েবসাইট, বা ফেসবুক অ্যাকাউন্ট। বেশ কিছু টুল আছে, যা ব্যবহার করে আপনি এসব তথ্য আবার ফিরিয়ে আনতে পারেন।
১. সার্চ ইঞ্জিন ক্যাশ
তথ্যটি যদি খুব সম্প্রতি মুছে দেওয়া হয়ে থাকে এবং এটি গুগল সার্চে পাওয়া যায়, তাহলে সার্চ ফলাফলে এটির লিংকের পাশে ছোট কালো ত্রিকোন বক্সে ক্লিক করুন। এখানে আপনি সেই পেজটির একটি সংরক্ষিত কপি পেয়ে যেতে পারেন সার্চ ইঞ্জিন ক্যাশের [সার্চ ইঞ্জিনের মেমোরিতে সংরক্ষিত ভার্সন] মাধ্যমে।
এই ফেসবুক পেজটি ডিলিট করে দেওয়া হলেও, এটির একটি কপি এখনো থেকে গেছে গুগলের ক্যাশে।
২.