সচিত্র অনুসন্ধান
চারপাশে ছড়িয়ে থাকা তথ্য দিয়ে যেভাবে “কিলিং খাসোগি” নির্মাণ করল নিউ ইয়র্ক টাইমস
|
“কিলিং খাসোগি” ভিডিওটি তৈরির জন্য টাইমসের এক ডজনেরও বেশি প্রতিবেদক, প্রযোজক, গবেষক এবং ভিজ্যুয়াল সাংবাদিক কাজ করেছেন। সৌদি ঘাতক দল এবং যুবরাজের বিরুদ্ধে তথ্য প্রমাণ হিসেবে বিপুল পরিমাণ ডেটা জড়ো করেছেন তারা। ছবি নিয়েছেন সিসিটিভি এবং সংবাদ ফুটেজ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম চষে অপরাধীদের পরিচয় বের করেছেন। সেই তথ্য জুড়ে জুড়ে তৈরি করেছেন তথ্যচিত্রটি, যা একটি অনন্য উদাহরণ হয়ে আছে ভিজ্যুয়াল তথা সচিত্র অনুসন্ধানের।