পরামর্শ ও কৌশল
স্বাস্থ্য সেবা নিয়ে অনুসন্ধানের জন্য ১০টি বিশেষজ্ঞ পরামর্শ
|
কোভিড-১৯ হয়ে উঠেছে আমাদের সময়ের সবচেয়ে বড় স্টোরি। প্রতিদিন নতুন নতুন গবেষণা, টিকার পরীক্ষা, কেনাকাটা, সংক্রমনের বিস্তার – কত খবর! এই খবর যোগানোর চাপ সামাল দিতে গিয়ে অন্য বিটের সাংবাদিকরাও হয়েছেন স্বাস্থ্য সেবা রিপোর্টার। কিন্তু বিষয়টি নিয়ে রিপোর্টিং নতুন-পুরনো সবার জন্যই চ্যালেঞ্জিং। এখানে জানা ও বোঝার ব্যাপার অনেক, ভুলের ফাঁদে পা দেয়ার ঝুঁকিও বেশি। তাই রইলো ১০টি টিপস যা আপনাকে জানাবে – ভুলের ঝুঁকি এড়িয়ে জেনে ও বুঝে কিভাবে স্বাস্হ্য সেবা নিয়ে অনুসন্ধান করবেন।