বেসরকারি কারাগার
দক্ষিণ আফ্রিকায় কারা ব্যবসার মুনাফা নিয়ে অনুসন্ধান হল যেভাবে
|
দক্ষিণ আফ্রিকায় অপরাধীদের জন্য মানুষের তেমন সহানুভূতি নেই। পত্রিকাতেও তাদের কারা-জীবন নিয়ে খবর হয় না ততটা। কিন্তু এই বিষয়টি নিয়েই বছরের পর বছর অনুসন্ধান করে গেছেন, রুথ হপকিন্স। তুলে এনেছেন, কারাবন্দীরাও কতটা অবিচার ও নিপীড়নের শিকার হন, এবং কিভাবে তাদের দুর্দশাকে ঘিরে রমরমা ব্যবসা ও মুনাফা করে যাচ্ছে বেসরকারি নিরাপত্তা কোম্পানি ও তাদের অংশীদাররা।