অনুসন্ধান পদ্ধতি
রুয়ান্ডায় গণহত্যা, ফ্রান্সে আত্মগোপন ও পিছে লেগে থাকা এক সাংবাদিক
|
রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যার অন্যতম কারিগর ও মানবতাবিরোধী অপরাধের আসামী, অ্যালোয়েস নিউইরাগাবো। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে লুকিয়ে ছিলেন সবার চোখে ধুলো দিয়ে। কেউ কেউ বলছিল, তিনি মারা গেছেন। কিন্তু পেছনে লেগে ছিলেন থিও এঙ্গেলবার্ট। আদালতের নথি ঘেঁটে, সরকারি তথ্য বের করে, আর দিনের পর দিন রাস্তা ও বাড়ীর ছাদে বসে থেকে – প্রায় আট মাসের চেষ্টায় তাকে খুঁজে বের করেন এই অনুসন্ধানী সাংবাদিক।