কেস স্টাডি
কর্তৃত্ববাদী ছক বুঝবেন কী করে: সাংবাদিকদের জন্য পরামর্শ
|
বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে কর্তৃত্বপরায়ন শাসন। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর অনেক নেতাই হয়ে উঠছেন স্বৈরাচারী। দুর্বল করে দিচ্ছেন গণতন্ত্রের ভীত। কিভাবে এই কর্তৃত্বপরায়ন নেতারা একই রকম ছক অনুযায়ী নানাবিধ কর্মকাণ্ড চালাচ্ছেন? গ্রাউন্ডট্রুথ প্রজেক্টের এই রিপোর্টিং থেকে জানা যাচ্ছে কর্তৃত্ববাদী শাসনের সেসব কৌশল-পদ্ধতির কথা।