ডেটা সাংবাদিকতা
২০২০ সালে ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০: কোভিড-১৯, নীল নদ, স্বপ্নের ধরন, বর্ণান্ধদের জন্য ভিজ্যুয়ালাইজেশন
|
প্রতি সপ্তাহে, ডেটা সাংবাদিকতা কমিউনিটির সবচে আলোচিত ১০টি খবর আমরা তুলে আনি ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০-এ। বছর শেষে, আমরা ফিরে দেখেছি ২০২০ সালের ডেটা সাংবাদিকতার সেরা খবরগুলোর দিকে, যেখানে কোভিড-১৯ ছাড়াও ছিল নীল নদ রক্ষা, মানুষের স্বপ্নের জগতসহ বেশ কিছু প্রাসঙ্গিক, গুরুতর এবং অভিনব বিষয়।