পরামর্শ ও কৌশল
হেঙ্ক ফন এসের পরামর্শ: অনুসন্ধানী সাংবাদিকতায় গুগল সার্চের সর্বোচ্চ ব্যবহার যেভাবে করবেন
|
একটা সময় ছিল যখন কিছু অপারেটর ব্যবহারের মাধ্যমে সার্চকে সংকুচিত করে, গুগল থেকে দারুন ফলাফল পাওয়া যেত। কিন্তু অনলাইন গবেষণা বিশেষজ্ঞ হেঙ্ক ফন এস বলছেন, এখন আর শুধু অপারেটর দিয়ে কাজ হয় না। অনেক সময় গুগল অ্যালগরিদম, সুনির্দিষ্ট কিওয়ার্ডের পরিবর্তে তার সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে জনপ্রিয় টার্ম ধরে সার্চ করে এবং ফলাফল দেখায়। জিআইজেএনের ওয়েবিনারে, তিনি বেশ কিছু কৌশল ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যাতে করে গুগলকে আপনার কথা শুনতে বাধ্য করা যায়।