সম্পাদকের বাছাই
সম্পাদকের বাছাই: ২০২১ সালে পাকিস্তানের সেরা অনুসন্ধান
|
সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের ওপর হামলা ও স্বচ্ছতার নিম্নগামী প্রবণতা পাকিস্তানের গণমাধ্যম পরিবেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কিন্তু, তা সত্ত্বেও হাতের নাগালে থাকা সব রিসোর্স দিয়েই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন সাংবাদিকেরা। জুতোর শুকতলি ক্ষয় করা রিপোর্টিংয়ের পাশাপাশি, তথ্য – এমনকি কখনো কখনো ডেটা – পেতে স্থানীয় জনগোষ্ঠীর শরণাপন্ন হচ্ছেন। এসবের মাধ্যমে ২০২১ সালে সাংবাদিকেরা তলিয়ে দেখেছেন ধর্ষণের পরিসংখ্যান, পুলিশি বর্বরতার অভিযোগ, মানব পাচার… ইত্যাদি নানা বিষয়।