রিসোর্স
শরণার্থী ইস্যু নিয়ে অনুসন্ধানের ৯ উত্তম চর্চা
|
শরণার্থী ইস্যুতে অনুসন্ধানের প্রক্রিয়াও, অনুসন্ধানী সাংবাদিকতার অন্য যে কোনো ধারার মতো অভিন্ন কৌশল ও টুলের ওপর নির্ভর করে। এখানেও লম্বা সময় নিয়ে আস্থাভাজন সোর্স তৈরি; উন্মুক্ত নথি ও ডেটা যাচাই; গভীর ও বিশ্লেষণী রিপোর্টিং; ইত্যাদির দিকে নজর দিতে হয়। তবে শরণার্থী সংশ্লিষ্ট ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু বাড়তি বিবেচনার বিষয়। সেসব নিয়ে ৯টি উপকারী পরামর্শ পাবেন এই লেখায়।