দাসপ্রথা
এই যুগের দাসপ্রথা নিয়ে অনুসন্ধান করবেন যেভাবে
|
আধুনিক এই যুগেও বিশ্বের প্রায় চার কোটি মানুষ দাসত্বের জালে বন্দী। সংখ্যাটি হতভম্ব করে দেওয়ার মতো। গোপন এই ব্যবসা নিয়ে কীভাবে অনুসন্ধান করবেন? জেনে নিন বিশ্বসেরা চার সাংবাদিকের অভিজ্ঞতা থেকে।
Global Investigative Journalism Network (https://archive.gijn.org/tag/%E0%A6%86%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC/)
আধুনিক এই যুগেও বিশ্বের প্রায় চার কোটি মানুষ দাসত্বের জালে বন্দী। সংখ্যাটি হতভম্ব করে দেওয়ার মতো। গোপন এই ব্যবসা নিয়ে কীভাবে অনুসন্ধান করবেন? জেনে নিন বিশ্বসেরা চার সাংবাদিকের অভিজ্ঞতা থেকে।
পৃথিবীর তিনভাগের দুইভাগ জুড়েই আছে সাগর-মহাসাগর। বিস্তীর্ণ এই জলরাশির বুকে সংঘটিত মানব পাচার, আধুনিক দাসত্ব, চোরাচালান, জলদস্যুতা, পরিবেশগত অপরাধের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে অনুসন্ধানী সংবাদমাধ্যম, দ্য আউট ল ওশান প্রজেক্ট। সম্প্রতি তারা এ সংক্রান্ত বেশ কয়েক বছরের অনুসন্ধানকে রূপ দিয়েছে সাত পর্বের পডকাস্ট সিরিজে। পড়ুন, কেন তারা বিষয় হিসেবে সমুদ্রে অনুসন্ধানকে বেছে নিয়েছে এবং কীভাবে এই পডকাস্টটি বানিয়েছে।
দাসপ্রথা নিছক অতীতে ঘটে যাওয়া কোনো বিষয় নয়। দাসত্ব, জোরপূর্বক শ্রম ও মানব পাচার এখন শুধু চর্চাই হচ্ছে না, এটি খুব লাভজনক অপরাধও বটে। সাংবাদিকদের অনুসন্ধানের জন্যও এটি হয়ে উঠেছে একটি গুরুতর বিষয়। জিআইজেসি২১-এর একটি সেশনে এই বিষয়টি নিয়েই আলোচনা করেছেন পুরস্কারজয়ী সাংবাদিক ও বিশেষজ্ঞরা। যেখানে উঠে এসেছে এ সংক্রান্ত কাজের কেস স্টাডি ও পরামর্শ।
সংঘবদ্ধ অপরাধ নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের এই পর্বে, নজর দেওয়া হয়েছে মানব পাচার-সংক্রান্ত অনুসন্ধানের দিকে। লিখেছেন দুবারের পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক মার্থা মেনডোজা। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের সেই অনুসন্ধানী দলের সঙ্গে যুক্ত ছিলেন, যাঁরা থাইল্যান্ডে সামুদ্রিক মাছ ধরার শিল্পে শ্রমদাসত্বের বিষয়টি উন্মোচন করেছেন এবং পুলিৎজার পুরস্কার জিতেছেন।
সাব-সাহারান আফ্রিকায়, সবচে ভালো সময়েও অনুসন্ধানী সাংবাদিকতা করা বেশ চ্যালেঞ্জিং কাজ। কোভিড-১৯ পরিস্থিতিতে সেটিকে আরো কঠিন করে তুলেছে। তবুও, এই অঞ্চলের সাংবাদিকরা বের করেছেন রিপোর্টিংয়ের নতুন নতুন সব উদ্ভাবনী পথ। তৈরি করে গেছেন দারুন সব প্রতিবেদন। ২০২০ সালের এমন সেরা কয়েকটি অনুসন্ধান বাছাই করেছেন জিআইজেএন-এর আফ্রিকা সম্পাদক।
মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস; বাংলাদেশের একটি দ্বীপে রোহিঙ্গাদের জন্য আবাসন নির্মান; চীনের কৃত্রিম দ্বীপ বা ভারতের সীমান্তে স্থাপনা নির্মান; এমন নানা ঘটনাকে সাংবাদিকরা সবার সামনে তুলে ধরেছেন স্যাটেলাইট ছবি ব্যবহার করে। লোকচক্ষুর আড়ালে থেকে গেছে এমন আরো অনেক গল্প বলার জন্য সাংবাদিকরা ব্যবহার করছেন স্যাটেলাইট ডেটা। কিভাবে? পড়ুন এই লেখায়।