নিরাপত্তা
সোর্সের সুরক্ষা শুরু হয় আপনার স্মার্টফোনের কন্টাক্ট তালিকা থেকে
|
মোবাইল ফোন প্রচলনের আগে সোর্সের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত সব তথ্যই থাকত অফলাইনে। হয়তো রিপোর্টারের নোটবুকে। কিন্তু এখনকার এই স্মার্টফোনের যুগে এসব অনেক তথ্যই থাকছে অনলাইনে। ক্লাউড স্টোরেজে। যেখানে অসাবধানী হলে সংবেদনশীল তথ্য, গোপনীয় সূত্রের নাম-পরিচয়; ইত্যাদি অনেক কিছুই জেনে ফেলতে পারে অন্য কেউ। তাই সোর্সের সুরক্ষার স্বার্থে স্মার্টফোনের কন্টাক্ট তালিকা সুরক্ষিত রাখা একান্ত জরুরি। জেনে নিন, সেটি কিভাবে করবেন।