দারিয়েন গ্যাপ। ৫০০০ বর্গ কিলোমিটার আয়তনের এক গহীন, দুর্গম ও জনমানবহীন বন। কলম্বিয়া ও পানামা সীমান্তের এই অঞ্চল নিয়ন্ত্রণ করে সশস্ত্র অপরাধী গোষ্ঠী ও গেরিলাদের দল। এখান দিয়েই প্রতি বছর হাজার হাজার অভিবাসী পায়ে হেঁটে পাড়ি জমান, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে। তাদের অনেকেই শিকার হন ডাকাতির, কেউ প্রাণ হারান, তাদের মরদেহ পড়ে থাকে যাত্রাপথ জুড়ে। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা এই বিপদ সংকুল সীমান্তপথ সম্প্রতি আলোচনায় এসেছে তিন স্বাধীন সাংবাদিকের অনুসন্ধানের কল্যাণে। পড়ুন, তাদের সেই দুর্গম যাত্রার শ্বাসরুদ্ধকর গল্প।