অনুসন্ধান পদ্ধতি
ভেনেজুয়েলায় অবৈধ খনির নেটওয়ার্ক যেভাবে উন্মোচিত হলো
|
অ্যামাজন বনের যে অংশটি ভেনেজুয়েলায় পড়েছে, সেটি রীতিমত গহীন। এলাকাটি নিয়ন্ত্রণ করে সশস্ত্র অপরাধীরা, আর সবার চোখের আড়ালে সেখানকার হাজার হাজার খনি থেকে অবৈধভাবে সোনা তুলে তারা সেটি অন্য দেশে পাচার করেন। এজন্য তারা বনের ভেতরে রীতিমত বিমান ওঠানামার রানওয়েও তৈরি করেছেন। সম্প্রতি দুটি দেশের সাংবাদিকেরা অবৈধ খননের এই সত্যিকারের স্বরূপ উন্মোচন করেছেন। আর প্রথাগত মাঠ-রিপোর্টিংয়ের পাশাপাশি এই কাজে তাদের সাহায্য করেছে স্যাটেলাইট ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা। পড়ুন, বাকিটা।