GIJN বাংলা

জিআইজেএন বাংলা উদ্যোগটি জিআইজেএন এবং গণমাধ্যম উন্নয়ন সংস্থা এমআরডিআই-এর মধ্যে একটি অংশীদারত্ব। আমাদের উদ্দেশ্য, বাংলা ভাষায় অনুসন্ধানী সাংবাদিকতার সব কৌশল ও টুলের খবর, সাড়াজাগানো রিপোর্টের পেছনের গল্প, এবং ফেলোশিপ ও সুযোগের হালনাগাদ তথ্য তুলে ধরা। এককথায়, অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে উন্নত ধারার সঙ্গে বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পরিচয় করিয়ে দিতেই এই প্রচেষ্টা।