সংগঠিত অপরাধ অনুসন্ধান গাইড
মাফিয়া রাষ্ট্র এবং চৌর্যতন্ত্র অনুসন্ধান
|
বিশ্বের অনেক দেশে সরকারই হয়ে ওঠে সংগঠিত অপরাধের কেন্দ্রবিন্দু। এধরনের দেশের বিশেষণ হিসেবে, আপনি হয়তো শুনেছেন মাফিয়া রাষ্ট্র, অথবা ক্লেপটোক্রেসির (চৌর্যতন্ত্র) মত শব্দ। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সংগঠিত অপরাধ নিয়ে অনুসন্ধান করতে হলে, আপনাকে এসব শব্দের অর্থ যেমন জানতে হবে, তেমনি বুঝতে হবে এ ধরনের গোষ্ঠী কিভাবে কাজ করে, এবং তাদের অপরাধ প্রমাণের জন্য তথ্য কোথায় পাবেন। সংগঠিত অপরাধ অনুসন্ধান গাইডের এই অধ্যায়, এসবই জানাবে।