হয়রানি
অনলাইনে হামলার শিকার হলে কী করবেন? সাংবাদিকদের জন্য ৬টি পরামর্শ
|
যেসব সাংবাদিক অনলাইনে ট্রল, হয়রানি বা হামলার শিকার হয়েছেন, কেবল তারাই জানেন বিষয়টি কত ভীতিকর হতে পারে। তবে আশার কথা হলো, গণমাধ্যমগুলো এখন এ নিয়ে সচেতন হয়ে উঠছে, হয়রানির শিকার কর্মীদের পাশে দাঁড়ানোর গুরুত্বও বুঝতে পারছে। একাদশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের একটি সেশনে অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা তুলে ধরেছেন, বার্তাকক্ষের উদ্যোগে বিষয়টিকে মোকাবিলার কার্যকর সব কৌশল।