যখন সাংবাদিকতা খারাপ হয়ে ওঠে: দক্ষিণ আফ্রিকার একটি কেইস স্টাডি

দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী পত্রিকা সানডে টাইমস। অর্থনৈতিক চাপের মুখে বিক্রি বাড়াতে, তারা নিয়মিত আলোড়ন তোলার মতো প্রতিবেদন ছাপার কৌশল নিয়েছিল। কিন্তু ক্রমেই ভুল বাড়তে থাকে তাদের রিপোর্টে। শ্রেষ্ঠত্বের অহংকারে তারা তথ্য-প্রমাণও অগ্রাহ্য করতে শুরু করে।  এই সুযোগে গোয়েন্দা সংস্থা ও ব্যবসায়ী গ্রুপগুলো তাদের ব্যবহার করতে শুরু করে, মিথ্যা তথ্য দিয়ে। আর এভাবে শতবর্ষী পত্রিকাটি হয়ে ওঠে দুর্নীতি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে নীলনকশা, তার অন্যতম অংশ।

« Previous PageNext Page »