যেসব টুল সাংবাদিকদের গবেষণার সময় বাঁচায় তার একটি সংকলন তৈরি করেছেন ইন্টারনেট সার্চ বিশেষজ্ঞ ও লেখক তারা ক্যালিশেইন। এই সংকলন তৈরিতে তিনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছেন। সেখান থেকেই পাঁচটি টুলের কর্মপদ্ধতি তিনি ব্যাখ্যা করেছেন এই লেখায়। এটি অনলাইন জার্নালিজম ব্লগে প্রথম প্রকাশিত হয় এবং অনুমতি নিয়ে এখানে পুনরায় প্রকাশ করা হলো।
আমি “অফিসিয়াল নেটস্কেপ গাইড টু ইন্টারনেট রিসার্চ: ফর উইন্ডোজ অ্যান্ড ম্যাকিন্টোশ” লেখার ২৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে (আর আমার ব্লগ রিসার্চবাজ শুরুর ২৪ বছর হয়ে গেছে), তবুও সার্চ ইঞ্জিন এবং ইন্টারনেটে খোঁজাখুজির সমস্যা নিয়ে আমার আকর্ষণ আগের মতই আছে। এই গ্রীষ্মে আমি সমস্যা নিয়ে চিন্তায় ডুবে না থেকে বরং সার্চ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের চেষ্টা শুরু করেছি, আর এই সমস্যা লাঘবের কৌশল নিয়ে কাজ করেছি৷
কী পরিবর্তন হয়েছে? আমি জাভাস্ক্রিপ্ট শিখতে শুরু করলাম। মে মাসে স্কিলশেয়ারের একটি ক্লাসে কিছুটা সময় কাটিয়েছি, জুন মাসে গিটহাব অ্যাকাউন্ট চালু করেছি আর শ্রম দিবস (সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার) নাগাদ প্রায় ২০টি সার্চ টুলের সংগ্রহ গড়ে তুলেছি, যার নাম দিয়েছি রিসার্চবাজ সার্চ গিজমোস। এগুলোর সবই SearchGizmos.com এ বিনামূল্যে পাওয়া যায়। কতগুলোর জন্য এপিআই কী প্রয়োজন হয়, তবে এসব কী বিনামূল্যে পাওয়া যায়। এই সার্চ টুলগুলো সাংবাদিকদের জন্য খুবই কাজের:
১. সুনির্দিষ্ট প্রেক্ষাপট নিয়ে গবেষণা: গসিপ মেশিন
একটি উইকিপিডিয়া পেজ (২০১৬ – বর্তমান) গত পাঁচ বছরে কত বার দেখা হয়েছে, সেই হিসেবের ভিত্তিতে যে কোনো বিষয় নিয়ে সবচে বেশি “খবর প্রকাশের দিন” তুলে ধরে গসিপ মেশিন। এই কাজটি করতে গিয়ে এই টুল দৈনিক পেজভিউয়ের গড় করে আর তারপর (আপনার ব্যবহৃত সেটিংসের ওপর নির্ভর করে) সেই গড়ের ১৫০% ও ১৯০% এর মধ্যে থাকা ট্রাফিকের তারিখগুলো তুলে ধরে। তারপর এটি আপনার কাঙ্ক্ষিত বিষয় নিয়ে সেই তারিখগুলোর জন্য “প্রি-ফিলড” গুগল নিউজ ও গুগল ওয়েব সার্চ লিঙ্ক তৈরি করে, যেন আপনি সেই লিংকে ক্লিক করে (সম্ভাব্য উপযোগী) সরাসরি গুগল সার্চে চলে যেতে পারেন।
যেমন; “মার্গারেট অ্যাটউড” এবং ২০২১ লিখে সার্চ করলে চারটি তারিখ আসে৷ প্রথমবার গুগল সার্চ লিঙ্কে ক্লিক করলে সিবিসি নিউজের এক সাক্ষাৎকারের দুটি ভিডিও ক্লিপ আসে, যা সেদিন প্রকাশিত হয়েছিল৷ “অলিম্পিক” ও ২০১৯ (যে বছর এই আয়োজন হয়নি) লিখে সার্চ দিলে একই বছরের ২৪শে জুন সামনে আসে: সংশ্লিষ্ট সার্চ লিঙ্কের ফলাফলে আপনি কারণ জানতে পারবেন। ঐদিন জানানো হয়েছিল, ২০২৬ সালের শীতকালীন গেমস আয়োজন করবে ইতালি।
দৈনিক ৭০০০ এর বেশি পেজভিউ আছে, এমন পেজে এই টুল সবচেয়ে ভালো কাজ করে। এমনকি পেজভিউয়ের সংখ্যা কম হলেও উল্লেখযোগ্য সংবাদের তারিখ অনুসন্ধানে টুলটি দুর্দান্ত।
২. বিভিন্ন বিষয় সার্চে টাইপিংয়ের সময় বাঁচান: কার্লস নেম নেট
কার্লস নেম নেট আপনার কাছ থেকে প্রথমে একটি নাম ও কিছু সংশ্লিষ্ট কীওয়ার্ড নেবে। তার ভিত্তিতে এটি সেই নামের সম্ভাব্য বেশ কিছু সংস্করণ তুলে ধরে এবং প্রতিটি সংস্করণের জন্য গুগল, গুগল বুকস্, গুগল স্কলার, ও ইন্টারনেট আর্কাইভের সার্চের লিংক তৈরি করে। যেমন; “জন পল স্মিথ” টাইপ করলে নিচের নামগুলো আসে এবং প্রতিটি প্ল্যাটফর্মের জন্য একসঙ্গে সেই নামগুলো দিয়ে সার্চের লিঙ্ক পাওয়া যায়:
- জন স্মিথ
- স্মিথ জন পল
- জেপি স্মিথ, প্রমুখ।
গুগল সার্চে এটি দুধরনের সার্চ করে: একটি হলো প্রচলিত ধরনের নামের জন্য, অপরটি অপ্রচলিত নামের জন্য৷ আপনি যদি নামের মধ্যবর্তী অংশটি উল্লেখ না করেন, তাহলে প্রতিটি রিসোর্সের জন্য কেবল একটি নাম সার্চের সেট পাবেন। ইন্টারনেট আর্কাইভে প্রতিটি নামের জন্য আলাদা সার্চ ইউআরএল থাকে। এটি অপ্রচলিত উৎস থেকে বেশ কিছু ফলাফল, দ্রুত পাওয়ার একটি উপায়। (সাধারণ সার্চে যা পাওয়া যায় না, এমন ফলাফল পেতে দ্য অ্যান্টি-বুলসআই নেম সার্চ ব্যবহার করুন।)
৩. কীওয়ার্ড আরএসএস এলার্ট তৈরি করুন: কেবারফেগ আরএসএস জেনারেটর
আমি দৃঢ়ভাবে মনে করি, রিয়েলি সিম্পল সিন্ডিকেশন (আরএসএস) ইন্টারনেটের সবচেয়ে উপেক্ষিত প্রযুক্তি। আমি প্রতিদিন আরএসএস ফিড ব্যবহার করি। এগুলো ছাড়া আমি রিসার্চবাজ দাঁড় করতে পারতাম না। কেবারফেগ টুলটি বিং, গুগল নিউজ, রেডিট ও ওয়ার্ডপ্রেস সহ প্রায় ১২টি রিসোর্সের জন্য কীওয়ার্ড-ভিত্তিক আরএসএস ফিড (আরএসএস ফিডগুলো একটি কীওয়ার্ডের জন্য একটি নির্দিষ্ট সাইটে সার্চ করে) তৈরি করে।
৪. বৈশিষ্ট্যের ভিত্তিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পেজ সার্চ করুন: সুপার এডু সার্চ
তাৎক্ষণিকভাবে আপনার সার্চের ফলাফল আরও সমৃদ্ধ ও নির্ভরযোগ্য করার একটি দুর্দান্ত উপায় হলো গুগলের site:edu সার্চ মডিফায়ার, কিন্তু অতিরিক্ত শর্ত বেধে দিয়ে সেই ক্ষেত্রটিকে ফিল্টার করার চেষ্টা হতাশাজনক৷ সুপার এডু সার্চ যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নেয় এবং এটিকে গুগল সার্চ ফিল্টার হিসেবে কাজে লাগায়। আপনি কি কখনো ইন্ডিয়ানার সব পাবলিক বিশ্ববিদ্যালয় বা দেশের ঐতিহাসিক কালো তালিকাভুক্ত সব কলেজ ও বিশ্ববিদ্যালয় (এইচবিসিইউ) অথবা টেক্সাসের ব্যাপ্টিস্ট প্রতিষ্ঠানের ওয়েব ক্ষেত্রে সার্চের চেষ্টা করেছেন? এখন আপনি চাইলেই তা করতে পারেন। এই টুলে কেবল একটি বিনামূল্যে ব্যবহারযোগ্য Data.gov এপিআই কী প্রয়োজন।
৫. সামাজিক প্ল্যাটফর্মে মার্কিন রাজনীতিবিদদের কর্মকাণ্ড সার্চ করুন: কংগ্রেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরার (সিএসএমই)
মার্কিন কংগ্রেস সদস্যরা কথা বলার জন্য বেশ কিছু সামাজিক মাধ্যম ব্যবহার করেন। তবে একসঙ্গে সবগুলো প্লাটফর্মে সার্চ করা কঠিন। অন্তত, আগে তেমনটাই ছিল। প্রোপাবলিকা এপিআই কাজে লাগিয়ে সিএসএমই টুলটি প্রত্যেক কংগ্রেস সদস্যের সামাজিক মাধ্যম ক্ষেত্রের জন্য সুনির্দিষ্ট গুগল কোয়েরি তৈরি করতে পারে। এটি যেসব গুগল কোয়েরি তৈরি করে, তা বিশেষ করে, ফেসবুক ও টুইটার পোস্ট এবং সেই সঙ্গে কংগ্রেসের প্রতিটি সদস্যের ছবি ও ভিডিও খোঁজ করবে। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য-সংশ্লিষ্ট সার্চ কোয়েরিগুলো এখানে পাওয়া যায়।
আরও পড়ুন
অনলাইনে গবেষণা ও অনুসন্ধানের যত কৌশল
হেঙ্ক ফন এসের পরামর্শ: অনুসন্ধানী সাংবাদিকতায় গুগল সার্চের সর্বোচ্চ ব্যবহার যেভাবে করবেন
অনলাইনে ব্যক্তির খোঁজ: পল মায়ার্সের যত পরামর্শ
তারা ক্যালিশেইন ইন্টারনেট খোঁজাখুঁজি বিষয়ে সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক। তাঁর লেখা বইগুলোর মধ্যে “গুগল হ্যাকস” ও “অফিসিয়াল নেটস্কেপ গাইড টু ইন্টারনেট রিসার্চ” উল্লেখযোগ্য। তিনি ১৯৯৬ সাল থেকে সার্চ ইঞ্জিন ও ডোটাবেস নিয়ে লিখে চলেছেন এবং ১৯৯৮ সাল থেকে তাঁর ব্লগ রিসার্চবাজে লিখছেন। ২০২২ সালে তিনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্চ টুল তৈরি করা শুরু করেছেন এবং সার্চ গিজমোস নামে একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছেন।