জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আর্থিক দুর্নীতি পর্যন্ত; সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় সব প্রতিবেদনের ভিত্তি ছিল ডেটা সাংবাদিকতা। কিন্তু বিশ্বের অনেক অংশে যেভাবে ডেটা সাংবাদিকতার প্রসার ঘটেছে— বাংলা ভাষাভাষী অঞ্চলে তেমনটি দেখা যায়নি। কিছু নিউজরুম এ নিয়ে পরীক্ষামূলক কাজের চেষ্টা করলেও সাংবাদিকতার এই ধারাটি সার্বিকভাবে এখনো অনালোচিতই থেকে গেছে।
সেই ঘাটতি পূরণে ডেটা সাংবাদিকতা নিয়ে বাংলা ভাষায় এই অনলাইন কর্মশালা আয়োজন করছে জিআইজেএন। এটি মূলত তাদের জন্য যারা ডেটা সাংবাদিকতায় আগ্রহী কিন্তু এখনো তেমন চর্চা করা হয়ে ওঠেনি। অংশগ্রহণকারীরা এখান থেকে ডেটা সাংবাদিকতার মৌলিক ধারণা পাবেন। বিষয়টি আসলে কী? সাংবাদিকেরা কীভাবে তাদের প্রতিবেদনে সংখ্যার ব্যবহার করেন? ডেটা সাংবাদিক হতে গেলে কী ধরনের দক্ষতা প্রয়োজন হয়? ওয়েবিনারে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। গুগল শিট ব্যবহার করে কীভাবে ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন করা যায় — তারও প্রায়োগিক ধারণা মিলবে। অংশগ্রহণকারীরা প্রশ্ন করার সুযোগ পাবেন।
কর্মশালাটি পরিচালনা করবেন, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা শীর্ষ দাশগুপ্ত। তিনি মিয়ামি হেরাল্ডের অনুসন্ধানী সাংবাদিক। অর্থবাণিজ্য সংক্রান্ত অপরাধ থেকে শুরু করে ফ্লোরিডার কারাগার ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে তাঁর করা প্রতিবেদনগুলো পুরস্কার জিতেছে এবং স্বীকৃতি পেয়েছে ইনভেস্টিগেটিভ রিপোর্টার্স অ্যান্ড এডিটর্স, ওভারসিজ প্রেস ক্লাব, সোসাইটি ফর অ্যাডভান্সিং বিজনেস এডিটিং অ্যান্ড রাইটিং, সোসাইটি অব প্রোফেশনাল জার্নালিস্টস ও অন্যান্যদের কাছে থেকে। তিনি স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন ইংরেজি ও সাংবাদিকতায়।
সঞ্চালনা করবেন জিআইজেএন বাংলা সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী।
ওয়েবিনারটিতে অংশ নিতে নিবন্ধন করুন এখানে!
তারিখ: ২০ সেপ্টেম্বর।
সময়:
সন্ধ্যা ৭.০০ টা (ঢাকা)
সন্ধ্যা ৭.৩০ টা (কলকাতা)
সকাল ৯.০০ টা (নিউ ইয়র্ক)