২০২১ সালের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১-৫ নভেম্বর এবং প্রথমবারের মতো আমরা এটি অনলাইনে আয়োজন করছি। সম্মেলনটি অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম বড় আন্তর্জাতিক মিলনমেলা, যেখানে থাকবে সর্বশেষ অনুসন্ধানী কৌশল, ডেটা বিশ্লেষণ, অনলাইন গবেষণা, আন্তঃসীমান্ত সহযোগিতা বিষয়ে সেশন এবং নিজ নিজ ক্ষেত্রের সেরা সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্যানেল ও কর্মশালা। ২০০১ সাল থেকে আমরা ৮ হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছি, বিশ্বব্যাপী শিরোনাম তৈরির মতো অনেক কোলাবরেটিভ অনুসন্ধানী প্রকল্পের যাত্রায় ভূমিকা রেখেছি এবং অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন বিশ্বব্যাপী ছড়িয়েছি।
এই বছরের অনলাইন সম্মেলনের (#জিআইজেসি২১) যে বৈশ্বিক অনুষ্ঠানসূচি আমরা তৈরি করেছি, তাতে থাকছে আঞ্চলিক ও মহাদেশভিত্তিক অনুষ্ঠান, একাধিক ভাষার অনুবাদ এবং নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগ।
পাঁচ দিনের এই সম্মেলনে অংশ নিতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১০০ মার্কিন ডলার। তবে উন্নয়নশীল এবং রূপান্তরের পথে থাকা দেশগুলোর সাংবাদিকদের জন্য আমরা ফেলোশিপ দিচ্ছি, যা সীমিতসংখ্যক আবেদনকারীকে বিনা পয়সায় এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেবে। এই ফেলোশিপে সহায়তার জন্য স্পন্সরদের ধন্যবাদ। অবশ্য প্রতিযোগিতা খুব তীব্র হবে, সুতরাং আপনাকে আমাদের বোঝাতে হবে যে আপনি জিআইজেসি২১-এ প্রস্তাবিত প্রশিক্ষণকে দারুণভাবে কাজে লাগাতে পারবেন। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ইমেইলের মাধ্যমে বিজয়ীদের অবহিত করবে জিআইজেএন।
যাঁরা ফেলোশিপের জন্য যোগ্য
+ উন্নয়নশীল বা রূপান্তরের পথে থাকা দেশগুলোতে কর্মরত পূর্ণকালীন প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও, রেডিও এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য উন্মুক্ত। খণ্ডকালীন সাংবাদিক যাঁদের মূল কর্মক্ষেত্র সাংবাদিকতা, তাঁরাও স্বাগত। যোগ্য দেশগুলোর সম্পূর্ণ তালিকার জন্য, এই লিঙ্কটি চেক করুন।
+ অনুসন্ধানী বা ডেটা জার্নালিজমের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
+ প্যানেল ও কর্মশালার আলোচনা বোঝার মতো প্রায়োগিক ইংরেজি জ্ঞান থাকতে হবে।
ফেলো হিসেবে নির্বাচিতরা জিআইজেসি২১ এর সব অনুষ্ঠানে সম্পূর্ণ ফ্রি প্রবেশাধিকার পাবেন। সম্মেলন শেষ হওয়ার পরে চাহিদা অনুযায়ী অনুষ্ঠানের সব ভিডিও দেখারও সুযোগ পাবেন।
বিশেষ বিভাগ
পরিবেশ ও সংগঠিত অপরাধ
পরিবেশ ও সংগঠিত অপরাধ-সম্পর্কিত রিপোর্টিং দক্ষতা বাড়াতে সাংবাদিকদের বিশেষ ফেলোশিপ দিচ্ছে জিআইজেএন।আপনি ফেলোশিপ ফর্মে এই ট্র্যাকটি নির্বাচন করতে পারেন। এই ফেলোশিপ প্রদান করা সম্ভব হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের সহায়তার কারণে।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট, ২০২১। বিজয়ীদের ২০ সেপ্টেম্বরের পরে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
এই সম্মেলনে ফেলোশিপের জন্য অসংখ্য আবেদন জমা পড়েছে। তাই আপনার আবেদনের বিষয়ে আলাদা করে আপডেট জানানো সম্ভব হচ্ছে না। আবেদনের নির্দেশিকা এবং ফর্মটি পড়তে দয়া করে সময় নিন। উত্তরটি যদি না খুঁজে পান, তবে আমাদের লিখতে পারেন এই ঠিকানায় মেইল করে: fellowships@gijn.org
ফেলোশিপ, জিআইজেসি২১ সম্মেলন এবং জিআইজেএন-এর অন্যান্য সুযোগ সম্পর্কে আপ-টু-ডেট থাকতে জিআইজেএন নিউজলেটার সাবস্ক্রাইব করুন।