২০২১ সালে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। কিন্তু তার বদলে, আগামী ১-৫ নভেম্বর, এটি আয়োজিত হবে অনলাইনে।
সশরীরে সম্মেলনে অংশ নিতে অপেক্ষা করতে হবে ২০২২ সাল পর্যন্ত। ঐ বছর ১৪-১৮ অক্টোবর, সিডনিতেই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক ও জুডিথ নিলসন ইনস্টিটিউট ফর জার্নালিজম অ্যান্ড আইডিয়াজ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে জিআইজেএন ও জেএনআই বুঝতে পেরেছে, এ বছরও আন্তর্জাতিক পরিসরে ভ্রমন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসবে না, টিকা প্রদানও এতো বিস্তৃত হবে না। ফলে অনেক দেশ থেকেই সাংবাদিকরা অংশ নিতে পারবেন না।
বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রভাবশালী ভূমিকা রাখে এই বৈশ্বিক সম্মেলন। এখানে নিজ নিজ ক্ষেত্রের সেরা সাংবাদিকরা বিভিন্ন প্যানেল ও, কর্মশালার মাধ্যমে অনুসন্ধানের আধুনিক সব কৌশল, ডেটা বিশ্লেষণ, অনলাইনে গবেষণা, আন্তসীমান্ত সহযোগিতা এবং আরো অনেক বিষয় হাতেকলমে তুলে ধরেন। জিআইজেএনের এসব সম্মেলন থেকে প্রশিক্ষণ পেয়েছেন আট হাজারেরও বেশি সাংবাদিক। এখান থেকে গড়ে উঠেছে অনেক অনুসন্ধানী দল ও অলাভজনক নিউজরুম; জন্ম নিয়েছে বড় বড় সব প্রতিবেদন।
সর্বশেষ সম্মেলন, জিআইজেসি১৯, অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে, জার্মানির হামবুর্গে। সেখানে ১৩১টি দেশ থেকে অংশ নিয়েছিলেন ১,৭৫০ জন সাংবাদিক।
এবছরের অনলাইন সম্মেলনে (#জিআইজেসি২১) থাকবে বিভিন্ন আঞ্চলিক প্রোগ্রাম, হাতেকলমে শেখার ওয়ার্কশপ, বিভিন্ন ভাষায় সেগুলোর অনুবাদ, এবং ব্যাপক নেটওয়ার্কিংয়ের সুযোগ। উন্নয়নশীল ও উত্তরণশীল দেশগুলোর সাংবাদিকরা যেন এই ভার্চুয়াল ইভেন্টে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে শীগগিরই ফেলোশিপের ঘোষণা দিতে যাচ্ছে জিআইজেএন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য সহ-আয়োজক হিসেবে জেএনআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তাদের আয়োজনে সিডনিতে এমন কর্মসূচিও থাকবে যাতে সাংবাদিকরা সশরীরে ও সরাসরি উপস্থিত থাকতে পারবেন।
অনলাইন ও সিডনি; দুই সম্মেলনের সাম্প্রতিক খবরাখবর পেতে আমাদের ফলো করুন টুইটারে (@gijn ও @JN_Institute) এবং সাবস্ক্রাইব করুন জিআইজেএন বুলেটিন।
সম্মেলনের জন্য অনুদান দিতে বা স্পন্সর হতে আগ্রহী? তাহলে যোগাযোগ করুন এখানে: hello@gijn.org
২০০৩ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের সঙ্গে এখন যুক্ত আছে ৮২টি দেশের ২১১টি অলাভজনক সংগঠন। তারা কাজ করছে বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়াতে ও শক্তিশালী করতে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় সিডনি-ভিত্তিক জুডিথ নিলসন ইনস্টিটিউট। তাদের লক্ষ্য হল: অস্ট্রেলিয়াসহ গোটা বিশ্বে মানসম্পন্ন সাংবাদিকতা ও স্টোরিটেলিংয়ে সমর্থন যোগানো।