আটটি দেশের আটটি সংগঠনকে নতুন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক।
এদের মধ্যে গ্রিস এবং জাম্বিয়া থেকে এই প্রথম কোনো প্রতিষ্ঠান জিআইজেএনের সদস্য হলো। এই নতুন সদস্যদের নিয়ে, আমাদের নেটওয়ার্কে এখন যুক্ত হলো ৮২টি দেশের ২১১টি সংগঠন। নতুন সদস্যদের মধ্যে আরো রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক নিউজরুম এবং সাংবাদিকতা প্রশিক্ষণ কেন্দ্র।
এই মাসের গোড়ার দিকে আটটি সংগঠনের সদস্যপদ সর্বসম্মত ভোটের মাধ্যমে অনুমোদন করে জিআইজেএন পরিচালনা পর্ষদ। গত ছয় মাস ধরে ৪০টি আবেদনের পুল থেকে যাচাই বাছাই করে তাদের নির্বাচিত করা হয়। “এটি সাংবাদিকদের একটি অসাধারণ দল,” বলেন জিআইজেএন-এর নির্বাহী পরিচালক ডেভিড কাপলান, “এদের মধ্যে ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার জনস্বার্থ কেন্দ্রিক নিউজরুম থেকে শুরু করে ব্রাজিলের একটি এফওআই (তথ্য অধিকার) কেন্দ্র এবং যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ডেটা জার্নালিজম প্রোগ্রামও রয়েছে।”
জিআইজেএন-এর সদস্যপদ এমন অলাভজনক সংগঠন, এনজিও এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা সমজাতীয় প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত, যারা অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডেটা সাংবাদিকতার সমর্থনে সক্রিয়ভাবে কাজ করে।
জিআইজেএন-এর নতুন সদস্যদের স্বাগত জানাতে আমাদের সঙ্গী হোন:
মাকান্দে (জাম্বিয়া) একটি স্বাধীন অলাভজনক নিউজরুম, যা জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা করে। মাকান্দের কাজ মূলত “নৈতিক শক্তির” আলোকে সমাজে রূপান্তরের গল্পগুলোকে তুলে ধরা। তাদের সাংবাদিকতার লক্ষ্য হলো দুর্বলের ওপর সবলের শোষণ এবং ক্ষমতাধর অভিজাতদের ব্যর্থতাগুলোকে সামনে আনা।
রিপোর্টার্স ইউনাইটেড (গ্রীস) সাংবাদিকদের একটি নেটওয়ার্ক এবং গ্রীসে অনুসন্ধানী সাংবাদিকতাকে সমর্থন দেয়া প্রথম অলাভজনক সংস্থা। দলটি বিশ্বজুড়ে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের সাথে আন্তঃসীমান্ত অনুসন্ধানী প্রকল্পে সহযোগিতা করে। দেশটির মূলধারার গণমাধ্যমে যেসব খবরের জায়গা হয়না, সেসব প্রতিবেদনকে তারা নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশ করে।
পাঞ্জাব লোক সুজাগ, (পাকিস্তান) পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি স্বাধীন সংবাদ প্ল্যাটফর্ম। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সাংবাদিকতা মূলত বড় বড় নগরীর বাইরে থাকা গ্রাম ও ছোট ছোট শহরের সমস্যাগুলো নিয়ে, যা মূলধারার গণমাধ্যমে উপেক্ষিত থাকে। সুজাগ, মানুষ-কেন্দ্রিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে প্রান্তিক ও নিপীড়িতদের তাদের দাবি তুলে ধরতে সহায়তা করে এবং সেই দাবিগুলোকে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে দেয়।
ইনসাইট ক্রাইম (কলম্বিয়া / মার্কিন যুক্তরাষ্ট্র) এমন একটি প্ল্যাটফর্ম, যারা লাতিন আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলে সংগঠিত অপরাধ নিয়ে গবেষণা, বিশ্লেষণ এবং অনুসন্ধান করে। সংগঠিত অপরাধ ও এর বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগ সম্পর্কে নিয়মিতভাবে প্রতিবেদন তৈরি ও প্রকাশ করে সংগঠনটি। তাদের উদ্দেশ্য হলো, বিষয়টি নিয়ে গভীরতর আলোচনার জন্য দরকারি তথ্যের খোরাক যোগানো।
সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (শ্রীলঙ্কা) দেশটির প্রথম এমন সংগঠন যারা সেরা মানের অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করে। এই সেন্টারের লক্ষ্য, উঁচুমানের অনুসন্ধানী স্টোরি তেরি, প্রশিক্ষণ এবং অনুসন্ধানী সাংবাদিকদের একটি দক্ষ এবং নীতিনিষ্ঠ কমিউনিটি গড়ে তোলা।
অ্যাসোসিয়াও ফিকিম সাবেন্দো (ব্রাজিল) একটি স্বাধীন ও অলাভজনক সংগঠন যারা ব্রাজিলে তথ্যের অবাধ প্রবেশাধিকার নিয়ে বিশেষভাবে কাজ করে। ফিকিম সাবেন্দোর বহু বিষয়ে বিশেষজ্ঞ একটি দল আছে। তারা কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ, রিপোর্ট এবং মামলার মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে। তারা ডেটাকে সাজিয়ে, প্রশ্ন করে এবং বিশ্লেষণের মাধ্যমে সমাজের জন্য প্রাসঙ্গিক তথ্যগুলোকে অবমুক্ত করে।
বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি স্কুল অফ মিডিয়া (ইউকে), নতুন প্রযুক্তি ব্যবহার করে ডেটা সাংবাদিকতা এবং অসাধারণ রিপোর্টিংয়ের জন্য এরিমধ্যে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। বিবিসি ডেটা ইউনিটের পাশাপাশি দেশে এবং দেশের বাইরের অনুসন্ধানী দলগুলোর সাথে তাদের সুদৃঢ় যোগাযোগ আছে। এখানকার অনেক স্নাতক অনুসন্ধানী সাংবাদিকতায় ডেটা ব্যবহারের ক্ষেত্রে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হন। তাদের অনেকেই বিভিন্ন পুরষ্কার জিতেছেন এবং গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে বক্তা হিসেবে অংশ নিয়েছেন।
ক্রিটিকাল ফ্রিকোয়েন্সি (ইউএসএ) একটি স্বাধীন সংবাদমাধ্যম, যা নারীরাই পরিচালনা করেন। বিভিন্ন অডিও এবং ডিজিটাল চ্যানেলের জন্য তারা লংফর্ম অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন। মূলধারার গণমাধ্যমে যেসব গল্প শোনা যায় না, সেগুলো প্রকাশের একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠা, এবং নারী, বর্ণের মানুষ, এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্য এবং শ্রমজীবী সাংবাদিক ও নির্মাতাদের কণ্ঠস্বরকে আরো জোরদার করাই তাদের লক্ষ্য।
আরো পড়ুন
আরো জানতে চান? তাহলে পড়ে নিতে পারেন কিভাবে জিআইজেএন-এর সদস্য হওয়া যায়, এবং সেইসঙ্গে দেখে নিতে পারেন বিশ্বব্যাপী আমাদের সদস্যদের তালিকা। আর নিচে খুঁজে পাবেন, কয়েকটি সদস্য প্রতিষ্ঠানের প্রোফাইল।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা কেন্দ্রের বৈশ্বিক উত্থান
ফ্রান্সের সাংবাদিকতা জগত কাঁপিয়ে দিয়েছে যে ছোট অনুসন্ধানী দল